সংখ্যা কি ?

সংখ্যা কি ? 

আমরা জানি , সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা সংখ্যা প্রকাশের প্রতীকগুলিকে অঙ্ক বলে ।যেমন 1,2,3,4,.... ইত্যাদি  

সংখ্যাকে প্রথমে , দুই ভাগে ভাগ করা হয়েছে ।যেমন:

  1. বাস্তব সংখ্যা
  2. অবাস্তব সংখ্যা

ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য - সব‌ই বাস্তব সংখ্যা (ইংরেজি Real number ) । অর্থাৎ যে সকল সংখ্যাকে সংখ্যারেখা-র মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে

 

 আর যে সকল সংখ্যা বাস্তব নয় তাকে অবাস্তব সংখ্যা বলে অবাস্ত সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হয় ইংরেজিতে (Imaginary Number)। কাল্পনিক সংখ্যার  একক i (Iota ,আই ওটা )  দ্বারা সূচিত হয় এবং iএর বর্গ -1ধরা হয়। বাস্তব সংখ্যারেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত অবাস্তব সংখ্যারেখা।আনুভুমিক অক্ষে বাস্তব এবং উলম্ব অক্ষে অবাস্তব সংখ্যা নিয়ে গঠিত কাল্পনিক সমতলকে বলা হয় আরগ্যান্ড সমতল

Comments

Most Important

নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা ধারা গুন করলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ।

মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বর্গমূল নির্ণয়

বর্গ ও বর্গমূল

সংখ্যা ধারণার উৎপত্তি