বর্গ ও বর্গমূল
বর্গমূল কাকে বলে ?
কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুন করলে যে গুনফল পাওয়া যায়, তাকে ঐ সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুনফলের বর্গমূল বলে। যেমন: ৩*৩ = ৯ এখানে ৯ কে ৩ এর বর্গ এবং ৩ কে ৯ এর বর্গমূল বলে। ১২*১২ = ১৪৪ এখানে ১৪৪ কে ১২ এর বর্গ এবং ১২ কে ১৪৪ এর বর্গমূল বলে।
বর্গমূলসহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যার তালিকা
বর্গ সংখ্যা | বর্গমূল | বর্গ সংখ্যা | বর্গ মূল |
1 | 1 | 121 | 11 |
4 | 2 | 144 | 12 |
9 | 3 | 169 | 13 |
25 | 5 | 196 | 14 |
36 | 6 | 225 | 15 |
49 | 7 | 256 | 16 |
64 | 8 | 289 | 17 |
81 | 9 | 324 | 18 |
100 | 10 | 361 | 19 |
বর্গমূল চিহ্ন:
বর্গমূল প্রকেশের জন্য √ রুট চিহ্ন ব্যবহার করা হয়
25 এর বর্গ মূল প্রকেশার জন্য √25 লিখা হয় । √25=5
Comments