মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বর্গমূল নির্ণয়





মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বর্গমূল নির্ণয় 











মৌলিক গুণনীয়ক এর সাহায্যে কোন পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের নিয়ম  

  • প্রথমে সংখ্যাটিকে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করতে হবে 
  • এরপর একই ধরনের মৌলিক গুণনীয়ক নিয়ে জোড়া বানাতে হবে 
  • প্রতি জোড়া থেকে একটি করে একই  মৌলিক গুণনীয়ক নিয়ে পাশাপাশি লিখতে হবে  
  • প্রাপ্ত মৌলিক গুণনীয়ক গুলর গুণফলই হবে নির্ণেয় বর্গমূল 



তোমরা এগুলো বাসাই কর। 
  1. ৫২৯ 
  2. 1521
  3. 2500






Comments

Most Important

নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা ধারা গুন করলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ।

বর্গ ও বর্গমূল

সংখ্যা ধারণার উৎপত্তি