মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বর্গমূল নির্ণয়
মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বর্গমূল নির্ণয়
মৌলিক গুণনীয়ক এর সাহায্যে কোন পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের নিয়ম ।
- প্রথমে সংখ্যাটিকে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করতে হবে
- এরপর একই ধরনের মৌলিক গুণনীয়ক নিয়ে জোড়া বানাতে হবে
- প্রতি জোড়া থেকে একটি করে একই মৌলিক গুণনীয়ক নিয়ে পাশাপাশি লিখতে হবে ।
- প্রাপ্ত মৌলিক গুণনীয়ক গুলর গুণফলই হবে নির্ণেয় বর্গমূল
তোমরা এগুলো বাসাই কর।
- ৫২৯
- 1521
- 2500
Comments