বর্গ ও বর্গমূল

বর্গমূল কাকে বলে ? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুন করলে যে গুনফল পাওয়া যায় , তাকে ঐ সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুনফলের বর্গমূল বলে। যেমন : ৩ * ৩ = ৯ এখানে ৯ কে ৩ এর বর্গ এবং ৩ কে ৯ এর বর্গমূল বলে। ১২ * ১২ = ১৪৪ এখানে ১৪৪ কে ১২ এর বর্গ এবং ১২ কে ১৪৪ এর বর্গমূল বলে। পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় : পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা । সংখ্যার ডানে জোড় সংখ্যক শুন ( ০০ ) থাকলে তা পূর্ণবর্গ সংখ্যা । বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2,3,7,8 হলে সংখ্যাটি পূর্ণবর্গ নয় । বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0,1,4,5,6,9 হলে সংখ্যাটি পূর্ণ বর্গ হতে পারে । বর্গমূলসহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যার তালিকা বর্গ সংখ্যা বর্গমূল বর্গ সংখ্যা বর্গ মূল 1 1 121 11 4 2 144 12 9 3 169...