সংখ্যা কি ?

সংখ্যা কি ? আমরা জানি , সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা । সংখ্যা প্রকাশের প্রতীকগুলিকে অঙ্ক বলে ।যেমন 1,2,3,4,.... ইত্যাদি । সংখ্যাকে প্রথমে , দুই ভাগে ভাগ করা হয়েছে ।যেমন : বাস্তব সংখ্যা ও অবাস্তব সংখ্যা । ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য - সবই বাস্তব সংখ্যা (ইংরেজি Real number ) । অর্থাৎ যে সকল সংখ্যাকে সংখ্যারেখা-র মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে আর যে সকল সংখ্যা বাস্তব নয় তাকে অবাস্তব সংখ্যা বলে । অবাস্ত সংখ্যাকে কাল্পনিক সংখ্যা ও বলা হয় ইংরেজিতে (Imaginary Number)। কাল্পনিক সংখ্যার একক i (Iota ,আই ওটা ) দ্বারা সূচিত হয় এবং iএর বর্গ -1ধরা হয়। বাস্তব সংখ্যারেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত অবাস্তব সংখ্যারেখা।আনুভুমিক অক্ষে বাস্তব এবং উলম্ব অক্ষে অবাস্তব সংখ্যা নিয়ে গঠিত কাল্পনিক সমতলকে বলা হয় আরগ্যান্ড সমতল